এক সপ্তাহের ব্যবধানে বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাড়িতে আপ্যায়ণের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে গান গাইলেন বাসুদেব দাস বাউল (Basudeb Das Baul)। হ্যাঁ অমিত শাহ ও তৃণমূলনেত্রীর পদযাত্রা ধার ও ভার নিয়ে চলছে আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনসমুদ্র ভেঙে পড়েছিল গতকাল। তিনি লজমোড় থেকে হাঁটতে শুরু করেন। তার আগে ডাকবাংলোর মাঠে বাউল সম্প্রদায়, সাঁওতালরা ভিড় জমিয়েছিলেন। তাঁরাও একে একে সেই পদযাত্রায় যোগ দিলেন। মুখ্যমন্ত্রী হাঁটছেন আর রাস্তার দুপাশের বাড়ির ছাদে তিল ধারণের জায়গা নেই। কাতারে কাতরে লোক দাঁড়িয়ে আছে। সামনে একটা লরিতে তখন একের পর এক রবীন্দ্র সংগীত গেয়ে চলেছেন শিল্পীরা।রাস্তার দুপাশে পড়েছে হোর্ডিং। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাটআউট। অন্যদিকে তখন রবীন্দ্রনাথের বিরাট বিরাট কাটআউট। যার প্রত্যেকটিতে লেখা কোনও না কোনও রবীন্দ্রগান। প্রায় ১ হাজার বাউল শিল্পী সেই পদযাত্রায় গান গাইতে গাইতে মমতার সঙ্গে এগিয়ে চলেছেন।